وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ (1)
ভাবো রাত্রির কথা, যখন তা ঢেকে দেয়,
وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ (2)
আর দিনের কথা যখন তা ঝলমল করে;
وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثَىٰ (3)
আর তাঁর কথা যিনি পুরুষ ও নারী সৃষ্টি করেছেন।
إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ (4)
নিঃসন্দেহ তোমাদের কর্মপ্রচেষ্টা অবশ্য বিভিন্ন প্রকৃতির।
فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ (5)
সুতরাং যে কেউ দান করে ও ধর্মভীরুতা অবলন্বন করে,
وَصَدَّقَ بِالْحُسْنَىٰ (6)
এবং সুষ্ঠু-সুন্দর বিষয়ে সত্যনিষ্ঠ থাকে,
فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ (7)
আমি শীঘই তার জন্য তবে সহজ করে দেব আরাম করার জন্য।
وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَىٰ (8)
কিন্ত তার ক্ষেত্রে যে কৃপণতা করে ও নিজেকে স্বয়ংসমৃদ্ধ জ্ঞান করে,
وَكَذَّبَ بِالْحُسْنَىٰ (9)
এবং সুষ্ঠু-সুন্দর বিষয়ে মিথ্যারোপ করে,
فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ (10)
তার জন্য তবে আমি অচিরেই সহজ করে দেব কষ্ট ভোগের জন্য।
وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّىٰ (11)
আর তার ধনসম্পদ তার কোনো কাজে আসবে না যখন সে অধঃপাতে পড়বে।
إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ (12)
নিঃসন্দেহ আমাদের কর্তব্য তো পথনির্দেশ করা চ
وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَىٰ (13)
আর নিঃসন্দেহ আমরাই তো মালিক পরকালের ও পূর্বকালের।
فَأَنْذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ (14)
সেজন্য তোমাদের সাবধান করে দিচ্ছি লেলিহান আগুন সন্বন্ধে,
لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى (15)
তাতে প্রবেশ করবে না নিতান্ত হতভাগ্য ব্যতীত --
الَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ (16)
যে মিথ্যারোপ করে ও ফিরে যায়।
وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى (17)
আর এর থেকে আলবৎ দূরে রাখা হবে তাকে যে পরম ধর্মভীরু --
الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰ (18)
যে তার ধনদেলত দান করে, আত্মশুদ্ধি করে,
وَمَا لِأَحَدٍ عِنْدَهُ مِنْ نِعْمَةٍ تُجْزَىٰ (19)
আর কারো ক্ষেত্রে তার জন্য এমন কোনো অনুগ্রহসামগ্রী নেই যার জন্যে সে প্রতিদান দাবি করতে পারে --
إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ (20)
তার মহিমান্বিত প্রভুর প্রসন্নবদন কামনা ব্যতীত।
وَلَسَوْفَ يَرْضَىٰ (21)
আর অচিরেই সে তো সন্তোষ লাভ করবেই।