قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ (1)

তুমি বলে যাও -- ''আমি আশ্রয় চাইছি মানুষের প্রভুর কাছে, --

مَلِكِ النَّاسِ (2)

''মানুষের মালিকের, --

إِلَٰهِ النَّاسِ (3)

''মানুষের উপাস্যের,

مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ (4)

''গোপনে আনাগোনাকারীর কুমন্ত্রণার অনিষ্ট থেকে, --

الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ (5)

''যে মানুষের বুকের ভেতরে কুমন্ত্রণা দেয়,

مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ (6)

''জিনের অথবা মানুষের মধ্যে থেকে।’’