قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ (1)

বলো -- ''ওহে অবিশ্বাসিগোষ্ঠী!

لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ (2)

''আমি তাকে উপাসনা করি না যাকে তোমরা উপাসনা কর,

وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ (3)

''আর তোমরাও তাঁর উপাসনাকারী নও যাঁকে আমি উপাসনা করি।

وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ (4)

''আর আমিও তার উপাসনাকারী নই যাকে তোমরা উপাসনা কর।

وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ (5)

''আর তোমরাও তাঁর উপাসনাকারী নও যাঁকে আমি উপাসনা করি।

لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ (6)

''তোমাদের জন্য তোমাদের ধর্মমত এবং আমার জন্য আমার ধর্মমত।’’